Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা ত্রান শাখার সেবা সমূহ
বিস্তারিত

জেলা ত্রানশাখা হতে সেবা পাবার উপায় সমূহ 

শেখ হাসিনার দর্শন

বাংলাদেশের উন্নয়ন

 

                          ডিজিটাল বাংলাদেশ   

                            গঠনের সেবা ছক                                               

 

প্রদেয় সেবা সমূহের ধাপ:

                                  

(ক) ত্রাণ ও পুনর্বাসন সহায়তা প্রদান ( মানবিক সহায়তা)

উন্নয়ন প্রকল্প অনুমোদন ও প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সামজিক নিরাপত্তাবেষ্টনীমূলক সেবা:

 ১। আবেদনকারীর আবেদন ইউনিয়ন-সেবা কেন্দ্রে           দাখিল

১। ইউনিয়ন / ওয়ার্ড ভিত্তিক প্রকল্প তালিকা ইউনিয়ন ই-        সেবা কেন্দ্রে দাখিল

 ২। ওয়ার্ড মেম্বর/ওয়ার্ড কমিশনার কর্তৃক সুপারিশ

২। ওয়ার্ড মেম্বর কর্তৃক সুপারিশ

 ৩। ইউনিয়ন সেবা কেন্দ্রে ইউপি চেয়ারম্যানের সুপারিশ ও দুস্থতা/অসচ্ছলতার প্রত্যায়ন/উপজেলা চেয়ারম্যানের সুপারিশ।

৩। ইউনিয়ন সেবা কেন্দ্রে ইউপি চেয়ারম্যানের সুপারিশ ও জনসংখ্যা ও  দুস্থতার ভিত্তিতে মন্ত্রণালয়ের কাবিখা/টিআর/ইজিপিপি বরাদ্দের আওতায় প্রকল্প গ্রহণ ও তালিকা প্রণয়ণ(প্লান বহিতে লিপিবদ্ধকরণ)।

 

 ৪। মানবিক সহায়তা প্রদানে স্থানীয় মাননীয় সংসদ

     সদস্যের সুপারিশ গ্রহণ

৪। স্থানীয় মাননীয় সংসদ সদস্যের সুপারিশকৃত নির্বচনী এলাকাভিত্তিক প্রকল্প তালিকা  ও চেয়ারম্যান উপজেলা পরিষদ কর্তৃক উপজেলা পরিষদে গ্রহীত উপজেলাভিত্তিক প্রকল্প তালিকা প্রণয়ন এবং উহা উপজেলা প্লানবহিতে লিপিবদ্ধকরণ।

 ৫। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্তৃক ক্ষয়ক্ষতি প্রাপ্যতাসহ অস্তিত্ব যাচাই

৫। উপজেলা গ্রাঅস/গ্রাঅর প্রকল্প সমন্বয় কমিটি উপজেলা প্লানবহি হতে জনগুরত্বশীল প্রকল্প সমূহ বাছাই করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্বাবধানে উপজেলা কারিগরী  যাচাই বাছাই কমিটির নিকট প্রেরণ করবেন উক্ত কারিগরি কমিটি প্রকল্পের কারিগরি ও কাঠামোগত  দিক যাচাই বাছাই করে উপজেলা সমন্বয় কমিটির অনুমোদনের জন্য পেশ করবেন।উপজেলা সমন্বয় কমিটি কর্তৃক অনুমোদিত  প্রকল্প তালিকা উপজেলা নির্বাহী অফিসার  ‘জেলা কর্ণধর’ কমিটির অনুমোদনের জন্য জেলা প্রশাসক বরাবর  প্রেরণ করবেন।   

 ৬। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সুপারিশ সহ জেলা ই-সেবা কেন্দ্রে  প্রেরণ 

৬। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপজেলায় গৃহীত

    প্রকল্প তালিকা জেল ই-সেবা কেন্দ্রে  প্রেরণ 

 ৭। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসে আবেদন  

    পরীক্ষানিরীক্ষান্তে বিধিবিধানসহ নথিতে পেশ করণ।

৭। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কর্তৃক প্রকল্প তালিকা  

 পরীক্ষানিরীক্ষান্তে ‘জেলা কর্ণধার কমিটি’র’’ সভায় পেশ করণ।

 ৮। জেলা প্রশাসক কর্তৃক চুড়ান্ত সিদ্ধান্ত প্রদান

৮। ‘জেলা কর্ণধার কমিটি’র’’ সভায় প্রকল্প চূড়ান্ত অনুমোদনের পর জেলা প্রশাসক কর্তৃক প্রকল্পভিত্তিক উপজেলা  চেয়ারম্যান/উপজেলা নির্বাহী অফিসার বরাবর উপ-বরাদ্দ  প্রদান

 

 ৯। জেলা প্রশাসকের চূড়ান্ত সিদ্ধান্তের পর উপ-বরাদ্দ

     উপজেলায় প্রেরণ

৯।  মেয়র, পৌরসভা কতৃক গৃহীত প্রকল্প তালিকাভিত্তিক

    উপ-বরাদ্দপত্র উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ

১০। উপ-বরাদ্দ চেয়ারম্যান উপজেলা

     পরিষদ/উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ

১০। খাদ্যশস্যের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবরে

    ছাড়পত্র আদেশ প্রদান/নগদ অর্থের জন্য জেলা/উপজেলা

     হিসাব রক্ষণ কর্মকর্তা বরাবর বিল প্রদান।

১১। খাদ্যশস্যের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবরে

     ছাড়পত্র আদেশ প্রদান/অর্থের জন্য ব্যাংক/প্রাপক  

     বরাবরে চেক প্রদান।

১১। উপজেলা হিসাব কার্যালয় হতে  ব্যাংক/প্রাপক

     বরাবরে চেক প্রদান। 

 

                                                  


ডাউনলোড